ঢাকা থেকে ভোলা এমভি কর্ণফুলী লঞ্চ 4 ভাড়ার তালিকা ও সময়সূচী

নদী এলাকার প্রধান মাধ্যম হচ্ছে লঞ্চ. তাই ঢাকা থেকে ভোলা পর্যন্ত প্রত্যেকদিন এমপি কর্ণফুলী লঞ্চটি নিয়মিত চলাচল করে থাকে. এই পথে যারা যাত্রী রয়েছেন তারা এই লঞ্চের মাধ্যমে চলাচল করতে হয়. যারা নিয়মিত ব্যবসায় কিংবা চাকরির কাজে এই লঞ্চের মাধ্যমে চলাচল করেন তাদের সময়সূচি এবং ভাড়ার তালিকা জানা প্রয়োজন. আমরা এমভি কর্ণফুলী লঞ্চটির সঠিক সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব এবং ঢাকা থেকে বলা পর্যন্ত প্রত্যেকটি স্টেশনের নাম সবিস্তারিত আপনাদের অবগত করব.
ঢাকা থেকে কর্ণফুলী এমবি লঞ্চের টিকিটের মূল্য
ঢাকা থেকে ভোলা নদীপথে যাতায়াত করার জন্য অনেকগুলি লঞ্চ হয়েছে। আসুন আজ আমরা প্রত্যেকটি লঞ্চের ভাড়ার তালিকা এখান থেকে জানতে পারব।
লঞ্চের নাম | এমভি কর্ণফুলী–৪ লঞ্চ |
রুট | ঢাকা–ভোলা–ঢাকা |
ফোন নাম্বার। | 01716048073 |
ভিআইপি কেবিনের ভাড়া।
|
৩৫০০ হাজার থেকে ৪০০০ টাকা। |
ডাবল এসি ও ননএসি কেবিন | ২০০০ টাকা |
সিঙ্গেল এসি ও ননএসি কেবিন | ১০০০ টাকা |
ডেকের শ্রেণী ভাড়া | ২০০ টাকা |
ঢাকা থেকে কর্ণফুলী এমভি লঞ্চের ছাড়ার সময়সূচী
আপনি কি জানেন ঢাকা থেকে খোলা পর্যন্ত অনেকগুলি লঞ্চনাচল করে এবং প্রত্যেকটি লঞ্চের একটি নির্দিষ্ট সময়সূচি রয়েছে। আপনাকে অবশ্যই সময়সূচি জানতে হবে এবং সঠিক সময়ে জন্য উপস্থিত হতে হবে। আসুন সময় মত জেনে নিতে পারেন প্রত্যেকটি লঞ্চের সময়সূচি সম্পর্কে।
রুট | ছাড়ার সময় | পৌঁছানোর সম্ভাব্য সময় |
ঢাকা → ভোলা | রাত ৮:০০ | সকাল ৬:০০ |
ভোলা → ঢাকা | রাত ৭:৩০ | সকাল ৬:০০ |
ঢাকা থেকে ভোলা পর্যন্ত এমভি কর্ণফুলী লঞ্চের যোগাযোগ নাম্বার
নিচে ঢাকা থেকে বলা পর্যন্ত চলাচল করে এমপির কর্ণফুলী লঞ্চের সাথে যোগাযোগ করতে চাইলে নিচে নাম্বার গুলো যোগাযোগ করতে পারবেন এবং প্রকৃত বুক করতে চাইলে নিচের নাম্বারে কল করেও টিকিট বুক করতে পারবেন.
- ঢাকা বুকিং অফিস (সদরঘাট) – ০৪৯১‑৫১৩৫৪ (কর্ণফুলী কোম্পানি)
- ভোলা অফিস (খেয়াঘাট) – একই নম্বর ০৪৯১‑৫১৩৫৪
ঢাকা থেকে কর্ণফুলী এমপি লঞ্চের স্টপেজ স্থান
- ঢাকা → কুলিগঞ্জ → ইলিশা → ভোলা
- ভোলা → ইলিশা → কালিগঞ্জ → ঢাকা
ঢাকা থেকে ভোলাপর্যন্ত এমবি কর্ণফুলী টেন্স এর আসন সংখ্যা কতগুলো এবং তাদের নাম
এই ট্রেনটির মোট দশটি আসন সংখ্যা রয়েছে এবং সেই দশটা আসন সংখ্যা নামের তালিকা নিচে প্রদান করা হলো.
- ইকোনমি ক্লাস
- বিজনেস ক্লাস
- রয়েল ক্লাস
- সিঙ্গেল নন–এসি কেবিন
- সিঙ্গেল এসি কেবিন
- সিঙ্গেল এটাচড এসি কেবিন
- ডাবল নন–এসি কেবিন
- ডাবল এসি কেবিন
- ফ্যামিলি কেবিন (এসি)
- ডিলাক্স কেবিন (এসি)